এপ্রিল ২৬, ২০২৪ ৬:১১ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

‘ঈদুল আজহার আগেই খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে’

১ min read

ঈদুল আজহার আগেই দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।

রিজভী বলেন, ‘আমি দলের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি-বেগম খালেদা জিয়াকে ঈদুল আজহার আগেই মুক্তি দিতে হবে। দেশের বিচার প্রক্রিয়া আজ স্বাধীন নয়।’

ডেঙ্গুর মহামারি চললেও সরকারের কোনো কার্যকর পদক্ষেপ নেই অভিযোগ করে রিজভী বলেন, ‘দেশে মহামারি আকার দেখা দিয়েছে ডেঙ্গু। ডেঙ্গু রোগীতে সয়লাব হাসপাতাল। তিল ধারণের জায়গা নেই। ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই ভয়ংকর রূপ নিচ্ছে। প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে।’

বিএনপির এ নেতা বলেন, ‘সিটি কর্পোরেশনের মেয়র নাগরিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন। মাঝে মাঝে তিনি বলছেন কিছুই হয়নি, আতঙ্কিত হওয়ার হওয়ার কারণ নেই। পত্রিকায় খবর বেরিয়েছে, মশা মারতে যে ওষুধ কেনা হয়েছে তাতে কোনো কাজ হয় না।’

তিনি বলেন, ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মন্ত্রী ওবায়দুল কাদের জনরোষের ভয়ে বলেছেন ডেঙ্গু ভয়াবহ রূপ নিয়েছে, ঢাকার বাইরেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে, প্রাণহানি ঘটছে। যে ওষুধ আনা হয়েছে তা অকার্যকর।’

তিনি আরও বলেন, ‘জনগণ বাঁচলো না মরলো তা নিয়ে কোনো মাথাব্যথা নেই। একদিকে দেশে ডেঙ্গুর মহামারি অন্যদিকে ভয়াবহ বন্যায় পানিতে ভাসছে মানুষ, ত্রাণ নেই, সাহায্য নেই, পানিবাহিত রোগের চিকিৎসা নেই, চারদিকে শুধু হাহাকার ও দীর্ঘশ্বাস চলছে দেশজুড়ে’

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!