এপ্রিল ১৯, ২০২৪ ২:৪২ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতল বাংলাদেশ

১ min read

প্রথমবারের মতো আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে স্বর্ণপদক জিতল বাংলাদেশ। রোমানিয়ার ক্লুজ-নাপোকা শহরে অনুষ্ঠিত ৫৯তম আসরে বাংলাদেশের পক্ষে সোনা জিতেন আহমেদ জাওয়াদ চৌধুরী। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে পুরস্কার বিজয়ীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

মোট ৪২ নম্বরের পরীক্ষায় ৩২ নম্বর পেয়ে স্বর্ণপদক জেতেন জাওয়াদ। এছাড়া বাংলাদেশ দল থেকে ব্রোঞ্জ পদক জিতেন- ঢাকার নটর ডেম কলেজের জয়দীপ সাহা, তামজিদ মোর্শেদ রুবাব ও তাহনিক নূর সামিন। অনারেবল মেনশন পান- ঢাকা কলেজের রাহুল সাহা ও ফরিদপুরের পুলিশ লাইন্স হাই স্কুলের সৌমিত্র দাশ।

গত বছর গণিত অলিম্পিয়াডে জাওয়াদ রৌপ্য পদক পেয়েছিল। সেবার এক নম্বরের জন্য হাতছাড়া হয়েছিল স্বর্ণপদক। আহমেদ জাওয়াদ চৌধুরীর বাড়ি চট্টগ্রামে। বাবা আহমেদ আবু জোনায়েদ চৌধুরী ও মা সৈয়দা ফারজানা খানম। জাওয়াদ চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ও কলেজের শিক্ষার্থী। সে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে।

গত ৭ জুলাই আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড শুরু হয়। এ বছর বিশাল এ আয়োজনে ১১৬টি দেশের ৬১৫ জন শিক্ষার্থী অংশ নেয়।

এবার ২১২ নম্বর পেয়ে প্রথম হয়েছে যুক্তরাষ্ট্র। দলগতভাবে ১১৪ নম্বর পেয়ে ১০৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪১তম।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!