এপ্রিল ২৬, ২০২৪ ১:০১ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

রোহিঙ্গা পরিস্থিতি: আসছেন জাতিসংঘ মহাসচিব

১ min read

রোহিঙ্গা পরিস্থিতি দেখতে আগামী ৩০ জুন ঢাকায় পৌঁছাবেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একইদিন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিমেরও ঢাকায় আসার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকা থেকে তারা কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

এছাড়া তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন। অপরদিকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

রোহিঙ্গা সঙ্কট শুরুর পর থেকেই অ্যান্তোনিও গুতেরেস এর সমাধানের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানকে ‘ভয়াবহ মানবিক বিপর্যয়’হিসেবে অভিহিত করে রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের আহ্বানও জানিয়েছেন গুতেরেস।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!