‘অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন’ চায় যুক্তরাষ্ট্র
১ min read
‘অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন’ আয়োজনের প্রতি গুরুত্বারোপ করেছে যুক্তরাষ্ট্র। ১৭ মে, বৃহস্পতিবার রাজধানীর আমেরিকান ক্লাবে সাংবাদিকদের সঙ্গে গোলটেবিল আলোচনায় মার্কিন দাতাসংস্থা ইউএসএআইডি এই গুরুত্বের কথা বলে।
ইউএসএআইডি’র প্রশাসক মার্ক গ্রিন বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র অবশ্যই বন্ধু। এই বন্ধুত্বের ভিত্তি হলো পরস্পরের সাথে খোলা মনে ও সৎভাবে কথা বলার মূল্যবোধ ও ইচ্ছাশক্তি।’
মার্ক গ্রিন বলেন, “অভিজ্ঞতায় দেখা যায় দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা ও সফল অর্থনৈতিক উন্নয়নের জন্য দায়িত্বশীল গণতান্ত্রিক সরকার এক ‘অপরিবর্তনীয় উপাদান।” সেই সঙ্গে তিনি বাংলাদেশের এখন পর্যন্ত যে ‘অসাধারণ এবং ঐতিহাসিক অগ্রগতি’ হয়েছে তার প্রশংসা করেন।
তবে মার্ক গ্রিন বিরোধী নেতাদের ‘গ্রেফতার’, বিচারবহির্ভূত হয়রানি ও সাংবাদিকদের আটক করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এসব যুক্তরাষ্ট্রসহ বাংলাদেশের প্রতিটি সত্যিকারের বন্ধু দেশকে উদ্বিগ্ন করে।’
দুর্নীতির মামলায় বিএনপি প্রধান খালেদা জিয়ার কারাদণ্ড নিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে ন্যায্য ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে আশা করে যুক্তরাষ্ট্র সরকার।’
রোহিঙ্গা সঙ্কট নিয়েও কথা বলেন গ্রিন। তিনি জানান, এখানে বসবাসরত রোহিঙ্গাদের সাহায্য করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে কাজ করে যাবে। তার আশা, অন্যান্য দেশও রোহিঙ্গা সঙ্কটের মানবিক দিকটি বিবেচনা করবে এবং তাদের সহযোগিতা করে যাবে।
ইতিহাস রোহিঙ্গা জনগণের কষ্ট মনে রাখার পাশাপাশি তাদের প্রতি বাংলাদেশের উদারতার বিষয়টিও স্মরণে রাখবে বলে মন্তব্য করেন ইউএসএআইডির প্রশাসক মার্ক গ্রিন।
মার্ক গ্রিন আরও জানান, এই সংকটের ইতি টানতে মিয়ানমার সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে তিনি আহ্বান জানাবেন।