মার্চ ২১, ২০২৩ ১০:৫৫ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

গ্যাসের দাম বাড়লে ভোগান্তিতে পড়বে জনগণ

বিশিষ্ট গবেষক, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, গ্যাসের দাম বাড়লে সবকিছুর দাম বাড়বে এতে ভোগান্তিতে পড়বে জনগণ।

রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে ‘নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি না করার ঘোষণার দাবি এবং গ্যাস খাত উন্নয়নে নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। গোলটেবিল বৈঠকের আয়োজন করে নাগরিক সমাজ নামক একটি সংগঠন।

আবুল মকসুদ বলেন, গ্যাসের দামের বিষয়টি রাজনৈতিক নয়, অর্থনৈতিক। গণব্যবহারের জিনিসের দাম বাড়াতে হলে অবশ্যই গণশুনানি করতে হবে। দেশের সম্পদ দেশের মানুষ ব্যবহার করবে- এটাই স্বাভাবিক। জনগণের স্বার্থ বিবেচনা করতে হবে, প্রত্যাশা ছাড়া কোনো কিছুই করা উচিত হবে না সরকারের।’

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, লোকসানের অজুহাতে গ্যাসের ওপর ট্যাক্স-ভ্যাট বসানো হচ্ছে। গ্যাসে ট্যাক্স বসানো হচ্ছে ৫৫ শতাংশ। এর প্রভাব পড়ছে গরিবদের ওপর।

গোলটেবিল বৈঠকে আরো অংশ নেন অধ্যাপক এম শামসুল আলম, অর্থনীতিবিদ এম এম আকাশ, স্থপতি মোবাশ্বের হোসেন, সিপিবির প্রেসিডিয়াম সদস্য রুহিন হোসেন প্রিন্স, বাসদ নেতা রাজেকুজ্জামান রতন, গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাস-ট্রাক মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি রমেশ চন্দ্র ঘোষ প্রমুখ।

আরও পড়ুন

error: Content is protected !!