মে ৪, ২০২৪ ৫:৪২ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

নিরাপদ সড়ক চাইয়ের মাসব্যাপী ২৭ কর্মসূচি

১ min read

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) মাসব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। এ বছর জাতীয় নিরাপদ সড়ক দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’।

রোববার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

নিসচার কর্মসূচিগুলো হচ্ছে—

১ অক্টোবর কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলনের মাধ্যমে সারা দেশে মাসব্যাপী সড়কের ব্যবহার সংক্রান্ত সচেতনতামূলক কর্মকাণ্ডের উদ্বোধন;

২ অক্টোবর সারা দেশে সড়ক নিরাপত্তামূলক কার্যক্রম চলবে; ৩ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কাকরাইল মোড়ে চেয়ারম্যানের নেতৃত্বে ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু ও সারাদেশে এই কার্যক্রম চলবে,

৪ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কাকরাইল মোড়ে ট্রাফিক মোড়ে চেয়ারম্যানের নেতৃত্বে ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু ও সারাদেশে এই কার্যক্রম চলবে; ৫ অক্টোবর সারা দেশে সড়ক নিরাপত্তামূলক কার্যক্রম চলবে;

৭ অক্টোবর সারা দেশে সড়ক নিরাপত্তামূলক কার্যক্রম চলবে; ৮ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কাকরাইল মোড়ে চেয়ারম্যানের নেতৃত্বে ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু ও সারাদেশে এই কার্যক্রম চলবে, ৯ অক্টোবরও সারা দেশে এই কার্যক্রম চলবে;

১০ অক্টোবর ফেনী জেলা কমিটি আয়োজিত চালক প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রীয় চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ; ১১ অক্টোবর সারা দেশে কার্যক্রম চলবে; ১২ অক্টোবর রাজশাহী জেলা শাখা আয়োজিত প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) ২০০ প্রাইমারি স্কুলের প্রশিক্ষণরত শিক্ষকদের মাঝে সড়ক নিরাপত্তামূলক কর্মশালায় চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ;

১৪ অক্টোবর সারা দেশে কার্যক্রম চলবে; ১৫ অক্টোবর যানবাহনের গতিসীমা (যানবাহন, রাস্তা ও পারিপার্শ্বিক আস্থা বিবেচনায়) নির্ধারণ সংক্রান্ত গোলটেবিল অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৬-২১ অক্টোবর পর্যন্ত সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চলবে; ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন; ২৩ অক্টোবর দেশব্যাপী প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা;

২৪ অক্টোবর সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চলবে; ২৫ অক্টোবর শরীয়তপুর জেলা শাখা আয়োজিত জেলার ৩০০ প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ জন প্রধান শিক্ষক এবং জেলা প্রশাসন ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণ,

২৬ অক্টোবর সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চলবে; ২৮-২৯ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কাকরাইল মোড়ে চেয়ারম্যানের নেতৃত্বে ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু ও সারাদেশে এই কার্যক্রম চলবে;

৩০ অক্টোবর সারা দেশে সচেতনতামূলক কার্যক্রম চলবে এবং ৩১ অক্টোবর চট্টগ্রাম মহানগর শাখার আয়োজনে চালক প্রশিক্ষণ কর্মশালায় কেন্দ্রীয় চেয়ারম্যান ও নেতৃবৃন্দের অংশগ্রহণের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!