জুন ৫, ২০২৩ ৪:৫৪ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

টানা তৃতীয়বার নারায়ণগঞ্জের মেয়র হলেন আইভী

টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। ১৯২ কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী, তিনি এক লাখ ৬১ হাজার ২৭৩ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার হাতি প্রতীকে পেয়েছেন ৯২ হাজার ১৭১ ভোট। আইভী ও তৈমুরের ভোটের ব্যবধান ৬৯ হাজার ১০২।

রবিবার (১৬ জানুয়ারি) রাতে বেসরকারি ফলের এই তথ্য নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মতিয়ুর রহমান। এর আগে সকাল ৮টায় ভোট শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে।

উল্লেখ্য, ২০১১ ও ২০১৬ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হয়েছিলেন আইভী। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো নারায়ণগঞ্জ সিটির অভিভাবকের পদে আসীন হচ্ছেন তিনি।

আরও পড়ুন

error: Content is protected !!