দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকল গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও প্রগতিশীল শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার সকালে নিজ বাসভবনে আওয়ামী লীগের পক্ষ থেকে এক ব্রিফিংয়ে সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের এ আহ্বান জানান।
নতুন বছরে জনগণের দল হিসেবে আওয়ামী লীগ নতুন আশা নিয়ে নতুন পথে যাত্রা করতে চায় উল্লেখ করে ওবায়দুল কাদের জনগণের স্বপ্ন পূরণে ইতিবাচক অগ্রগতি অব্যাহত রাখার এবং আরও সংগঠিত, আধুনিক ও স্মার্ট রাজনৈতিক দল গঠনের অঙ্গীকার করেন।
এসময় আগামী নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষের প্রত্যাশা ও স্বপ্নকে সামনে রেখে সকল কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের উন্নয়ন ও সমৃদ্ধির অপ্রতিরোধ্য অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
আরো পড়ুন
অমর একুশে বইমেলার পর্দা উঠছে আজ
পুলিশের গুলিতে আহত ওড়িশার মন্ত্রীর মৃত্যু
কাশ্মিরে শাহরুখের ‘পাঠান’, ঝড়; ৩২ বছর পর হাউসফুল