জুন ৯, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ভোট ৭ ফেব্রুয়ারি

আগামী বছরের ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে বাংলাদেশে আরও ১৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। বুধবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করেছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী এসব ইউপিতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১২ জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই ১৫ জানুয়ারি, আপিল দায়েরের শেষ তারিখ ১৮ জানুয়ারি, আপিল নিষ্পত্তি ২১ জানুয়ারি আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি।

ইসির যুগ্ম সচিব আসাদুজ্জামান বলেন, এই ধাপে ২০ জেলার ২৪ উপজেলার ছয়টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে।

এরই মধ্যে চার ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি এবং ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোট হবে আগামী ৩১ জানুয়ারি।

আরও পড়ুন

error: Content is protected !!