মার্চ ২৮, ২০২৪ ৮:৩৩ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় চূড়ান্ত তালিকা প্রকাশ

১ min read

একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় ধাপের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সরকার। এ তালিকায় রয়েছেন ৮ বিভাগের ৬ হাজার ৯৮৮ জন মুক্তিযোদ্ধার নাম। প্রকাশিত তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। রোববার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত দ্বিতীয় তালিকায় ঢাকা বিভাগের এক হাজার ৯৪২ জন, চট্টগ্রাম বিভাগের এক হাজার ৩৪৭ জন, বরিশাল বিভাগের ৫৭৩ জন, খুলনা বিভাগের ৭৭০ জন, ময়মনসিংহ বিভাগের ৫৬৭ জন, রাজশাহী বিভাগের ৬৮৪ জন, রংপুর বিভাগের ৫৭২ জন ও সিলেট বিভাগের ৫৩৩ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন।

তবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) অনুমোদনবিহীন বেসামরিক গেজেটে এই তালিকা প্রকাশ করা হয়নি। জামুকার অনুমোদনবিহীন গেজেট নিয়মিতকরণের পর পরবর্তী সময়ে তা প্রকাশ করা হবে বলে জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রথম প্রকাশ করে। ওই তালিকায় স্থান পায় এক লাখ ৪৭ হাজার ৫৩৭ জন বীর মুক্তিযোদ্ধার নাম।

বীর মুক্তিযোদ্ধাদের নামের তালিকাটি দেখতে এখানে ক্লিক করুন

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!