২৮ ঘণ্টা পুড়ল সুন্দরবন
১ min read
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানী গহীন বনে লাগা আগুন ২৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার (৪ মে) বিকেল ৩টায় বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক গোলাম সারোয়ার এতথ্য নিশ্চিত করে তিনি বলেন, ‘আগুন এখন নিয়ন্ত্রণে। আমরা এখন অধিকতর সতর্কতা হিসেবে কিছু কিছু জায়গায় পানি ছিটাচ্ছি। এই মুহূর্তে কোথাও ধোয়াও দেখা যাচ্ছে না।’
বনের কী পরিমাণ ক্ষতি হয়েছে, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মূলত লতাপাতা বা গুল্ম জাতীয় উদ্ভিদ আগুন পুড়ে গেছে। কোনো মূল্যবান গাছের ক্ষতি আমাদের চোখে পড়েনি।’
এর আগে সোমবার (৩ মে) বেলা ১১টায় সুন্দরবনের দাসের ভারানী এলাকায় আগুন লাগে। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটসহ অর্ধশত বনকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেন।
ঘটনাস্থলে থাকা তদন্ত কমিটির প্রধান শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন বলেন, আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে লোকালয় থেকে ৪-৫ কিলোমিটার দূরে বনের গহীনে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুনে বনের এক একর জমির গুল্ম জাতীয় উদ্ভিদ পুড়ে গেছে। তবে কী কারণে আগুন লেগেছে তার কারণ উদঘাটনে আমরা কাজ করছি।