বাংলাদেশ রাইটার্স ক্লাব, যুক্তরাষ্ট্রের উদ্যোগে শিল্প-সাহিত্যের আসর অনুষ্ঠিত
১ min read
বাংলাদেশ রাইটার্স ক্লাব, যুক্তরাষ্ট্র শাখার ষষ্ঠ শিল্প-সাহিত্যের আসর ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।
২৭ মার্চ রবিবার, সকাল সোয়া ১০টায় (স্থানীয় সময়) দস্তগির জাহাঙ্গীর-এর সভাপতিত্বে ও ডা: রওনক আফরোজ-এর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
দুইপর্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন রওশন হাসান ও বেনজির শিকদার। তাদের সঞ্চালনায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রের বাংলা ভাষাভাষী লেখক, কবি, ছড়াকার, আবৃত্তিকার ও সংগীত শিল্পীরা অংশগ্রহণ করেন।
প্রায় দুইঘন্টাব্যাপী স্থায়ী এই অনুষ্ঠানের শিল্পীদের কথামালা, ছন্দ, কাব্য ও সুর; দর্শকদের দারুণভাবে বিমোহিত করে!
নান্দনিক এই আয়োজনে সুব্রত চৌধুরী, দিনার মণি, বদিউজ্জ্মান নাসিম, বিমল সরকার, আহমেদ জসিম, আনোয়ার সেলিম, হোসাইন কবির, সুলতানা ফেরদৌস প্রমুখ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ রাইটার্স ক্লাব, যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক মিশুক সেলিম, সদস্য সচিব খালেদ সরফুদ্দীন ও সমন্বয়ক আবু সাঈদ রতন, শিল্পসাহিত্যের ভার্চুয়াল এই আয়োজন সফল করায় সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।