একজন বড় তারকার পাশাপাশি বড় মনের মানুষ হিসেবেও সুনাম রয়েছে বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের। তিনি নিয়মিতই সমাজ ও মানুষের জন্য কাজ করেন। পাশে দাঁড়ান অসহায় ও বঞ্চিতদের।
এবার ২ হাজার ১০০ কৃষকের ব্যাংকের ঋণ শোধ করে দিলেন অমিতাভ। নিজের ব্লগে এ কথা জানিয়েছেন তিনি। এই অভিনেতা লিখেছেন, ‘প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করলাম। বিহারের ২ হাজার ১০০ জন কৃষকের ব্যাংক লোনের টাকা ওয়ান টাইম সেটলমেন্টের মাধ্যমে মিটিয়ে দিলাম।’
এর আগেও গত বছর উত্তরপ্রদেশের ১ হাজার কৃষকের ঋণ মিটিয়ে দিয়েছিলেন বিগ বি। সেই ধারাবাহিকতায় এবারও ঋণের ভারে ডুবে থাকা কৃষকদের সাহায্যে এগিয়ে এলেন অমিতাভ বচ্চন।
বিহারের দুই হাজারেরও বেশি কৃষকের ব্যাংক ঋণের টাকা মিটিয়ে দিলেন তিনি। বলিউড শাহেনশার এই মানবিকতায় মুগ্ধ দরিদ্র কৃষকরা। এই কৃষকদের কয়েকজনকে বাসভবন জনকে ডেকে কন্যা শ্বেতা ও পুত্র অভিষেকের হাত দিয়ে তাদের হাতে ঋণ শোধের কাগজপত্র তুলে দেন বিগ বি।
আরো পড়ুন
২০ সেকেন্ডের মধ্যে ১০-১৫ বার কোপানো হয় রুশদিকে
ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
আগুন ছড়িয়ে পড়ছে, লন্ডনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা