সৌদির রাস্তায় গাড়ি চালানো শুরু করছেন নারীরা
১ min read
২৪ জুন রবিবার থেকে সৌদি আরবের রাস্তায় নারীরা গাড়ি নিয়ে নামছেন। নিজেদের গাড়ি সৌদি নারীরা চালিয়ে যেতে পারবেন দেশটি বিভিন্ন স্থানে। এর আগে দেশটিতে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ ছিল। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দেশটি। এরই মধ্যে দেশটির অনেক নারী তাদের ড্রাইভিং লাইসেন্সও পেয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, প্রায় দুই হাজার নারীকে সৌদি ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে।
এফপির এক প্রতিবেদনে জানানো হয়, নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে ২৪ জুন আনুষ্ঠানিকভাবে গাড়ি চালানোর অনুমতি দিবে দেশটির সরকার। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব রক্ষণশীল দেশ হিসেবেই পরিচিত। তবে সাম্প্রতিক সময়ে তারা নানা পরিবর্তনের মাধ্যমে এই রক্ষণশীল বিষয়গুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছে। এর মধ্যে অন্যতম হচ্ছে নারীদের গাড়ি চালানোর অনুমতি দেওয়া।
সৌদি আরবের সমাজকে আধুনিক করে তুলতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান যেসব সংস্কারের উদ্যোগ নিয়েছেন, তার অংশ হিসেবেই নারীদেরকে এ অধিকার দেওয়া হচ্ছে।
এ সংস্কারের উদ্যোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-হলে গিয়ে সিনেমা দেখা, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখা।