মার্চ ২১, ২০২৩ ৯:৪৫ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

যুক্তরাষ্ট্রে কয়েকশ অভিবাসী আটক

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের অন্তত চারটি প্রদেশ থেকে বৈধ কাগজপত্রবিহীন কয়েকশ অভিবাসীকে আটক করা হয়েছে। নিয়মিত আইনপ্রয়োগ কার্যক্রমের অংশ হিসেবে তাদের আটক করা হয় বলে জানায় দেশটি।
যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের লস অ্যাঞ্জেলেস শাখা কার্যালয়ের কর্মকর্তা ডেভিড মেরিন বলেন, আটলান্টা, নিউইয়র্ক, শিকাগো এবং লস অ্যাঞ্জেলেস এবং এর আশেপাশের এলাকায় নিয়মিত আইনপ্রয়োগ কার্যক্রম পরিচালিত হয়েছে। তবে তিনি গ্রেফতারের মোট সংখ্যা প্রকাশ করেননি।
আটলান্টা অফিসের মুখপাত্র ব্রিয়ান কক্স বলেন, তাদের কার্যালয়ের অধীনে থাকা তিনটি প্রদেশ থেকে ২০০ জনকে আটক করা হয়েছে।
আটকের এই ঘটনাকে অভিবাসন আইন বিশেষজ্ঞরা বলছেন, এই অভিযানকে নিয়মিত কার্যক্রম বলে সাফাই দেয়ার চেষ্টা করা হোক না কেন, এটি ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির পূর্বাভাস।

আরও পড়ুন

error: Content is protected !!