মার্চ ২৬, ২০২৩ ১২:১২ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

‘ইউরোপের ঘটনাবালীতে নাক গলাবেন না’

ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি। খবর : রয়টার্সের।
তিনি শুক্রবার তার আমেরিকা সফরের শেষদিনে এ আহ্বান জানান। গত ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম মোগেরিনি যুক্তরাষ্ট্র সফরে গেলেন।
তিনি আরো বলেন, আমরা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নাক গলাই না। কাজেই ইউরোপীয়রাও আশা করে আমেরিকা তাদের রাজনীতিতে হস্তক্ষেপ করবে না। দৃশ্যত ট্রাম্পের ব্রেক্সিট নিয়ে মন্তব্যের প্রতিক্রিয়ায় মোগেরিনি এসব কথা বললেন।
প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের কয়েকদিন আগে ট্রাম্প ব্রেক্সিটকে একটি ‘বিশাল ব্যাপার’ বলে অভিহিত করে বলেছিলেন, ইইউ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ব্রিটেন বুদ্ধিমানের কাজ করেছে। সে সময় ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের এ বক্তব্যকে ‘চরম উস্কানিমূলক’ বক্তব্য বলে উল্লেখ করেছিল।

আরও পড়ুন

error: Content is protected !!