ট্রাম্পের সমালোচনা, অভিবাসীদের কানাডায় স্বাগত ট্রুডোর
১ min read
সিরিয়া, ইরাক, ইরানসহ সাত মুসলিমপ্রধান দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ জারি এবং এ সংক্রান্ত নীতির বিরোধিতা করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। রোববার (২৯ জানুয়ারি) এক টুইট বার্তায় ট্রুডো উল্টো অভিবাসীদের কানাডায় স্বাগত জানিয়েছেন। তার সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেছেন, যারা যুদ্ধ ও জঙ্গিবাদের ফলে নির্যাতন ও নিপীড়নের শিকার তাদের পাশে কানাডা থাকবে
তিনি এ জন্য হ্যাশট্যাগ ‘ওয়েলকাম টু কানাডা’ চালু করেন।
অভিবাসন নীতি নিয়ে ট্রাম্পের অব্যাহত সমালোচনার মধ্যেই আরও একটি টুইট করেন জাস্টিন ট্রুডো। সেখানে তিনি একটি ছবি পোস্ট করেছেন। ২০১৫ সালের এই ছবিতে তাকে কানাডার বিমানবন্দরে একজন সিরিয়ান শরণার্থীকে স্বাগত জানাতে দেখা যায়।