জুন ৯, ২০২৩ ১:১৮ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

আজ চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার চট্টগ্রামে যাচ্ছেন। এদিন সকাল সাড়ে ১১টায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি)-এর ৫৭তম কনভেনশনের উদ্বোধন করবেন তিনি। আয়োজকরা জানান, চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চার দিনব্যাপী এ কনভেনশনে সারাদেশের প্রায় সাড়ে পাঁচ হাজার প্রকৌশলী অংশ নেবেন।
তারা আরো জানান, কনভেনশনের মূল আয়োজনে রয়েছে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান, জাতীয় সেমিনার উদ্বোধনী ও সমাপনী পর্ব, তিনটি স্মৃতি বক্তৃতা, ফিয়েস্কা সেমিনার, শহীদ প্রকৌশলী পরিবারের সংবর্ধনা, বিদেশি অতিথিদের সংবর্ধনা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ বেলা সাড়ে ১১টায় কনভেনশনের উদ্বোধনের পর দুপুর ২টায় বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। বিকাল সাড়ে ৪টায় ফিয়েস্কা সেমিনারে প্রধান অতিথি থাকবেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

আরও পড়ুন

error: Content is protected !!