‘অস্ত্র ব্যবসা কেড়ে নিতে চায় যুক্তরাষ্ট্র’
১ min read
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার কাছ থেকে অস্ত্র ব্যবসা কেড়ে নিতে চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বেছে বেছে রাশিয়ার অস্ত্র ক্রেতাদের পাশাপাশি রুশ সামরিক বাহিনীর সঙ্গে জড়িত ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।
২১ সেপ্টেম্বর, শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমন অভিযোগ করেন।
ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, পেসকভ বলেন, ‘একটি অসুস্থ ও নীতিহীন প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করে আন্তর্জাতিক সমরাস্ত্রের বাজার থেকে নিজের প্রধান প্রতিদ্বন্দ্বীকে সরিয়ে দিতে চায় যুক্তরাষ্ট্র।’
সম্প্রতি রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনার কারণে চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া ও চীন উভয়েই। মস্কো বলছে যে ওয়াশিংটন আগুন নিয়ে খেলছে।
এদিকে ভারতের রাশিয়া থেকে বিমানবিধ্বংসী এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনার বিষয়ে এবার যুক্তরাষ্ট্র ভারতকে সতর্ক করে দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়ার কাছ থেকে এই ব্যবস্থা কিনলে ভারতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
সম্প্রতি মার্কিন প্রশাসন রাশিয়ার ৩৩ জন প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে।