ভারতীয় রুপির মান পতনের নতুন রেকর্ড
১ min read
ভারতীয় রুপির মান পতনের নতুন রেকর্ড গড়েছে। সোমবার এক ডলারের বিপরীতে পাওয়া যাচ্ছে ৭২.১৮ রুপি।
সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, সোমবার সকালে রুপির মান আগের দিনের তুলনায় ৪৫ পয়সা কমে গেছে। এক ডলারের বিপরীতে ৭২.১৮ রুপি মুদ্রার নিম্নমানের নতুন রেকর্ড ও ভারতীয় মুদ্রার ইতিহাসে সর্বনিম্ন।
পিটিআই জানিয়েছে, আমদানিকারকদের মার্কিন ডলারের অতিরিক্ত চাহিদার কারণে রুপির মান কমে গেছে।
আন্তঃব্যাংক বৈদেশিক বিনিময় (ফোরেক্স) মার্কেটে সোমবার সকালে ডলারের বিপরীতে ৭২.১৫ রুপিতে লেনদেন শুরু হয়। পরে তা ৭২.১৮ রুপিতে এসে দাঁড়ায়। আগের দিন রুপির সর্বশেষ লেনদেন ছিল ডলারের বিপরীতে ৭১.৭২।
গত ৬ সেপ্টেম্বর ভারতীয় মুদ্রার মান সবচেয়ে কম ৭২.১১ রুপি ছিল। সোমবার সকালে সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল।
তথ্য : এনডিটিভি