মার্চ ২১, ২০২৩ ১১:৩৫ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

ভারতে সমকামিতা অপরাধ নয়

ভারতে সমকামিতা অপরাধ নয় বলে রায় দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত। একইসঙ্গে বাতিল হলো ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা।

৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি দীপক মিশ্র রায় ঘোষণা করার সময় বলেন, ‘সমলিঙ্গের প্রাপ্তবয়স্করা গোপনে সমকামী সম্পর্কে আবদ্ধ হলে তাতে দোষের কিছু নেই।’

এই বেঞ্চে প্রধান বিচারপতি ছাড়াও আছেন বিচারপতি আর এফ নরিমান, এ এম খানউইলকার, ডিওয়াই চন্দ্রচূড় এবং ইন্দু মালহোত্রা। 

ব্রিটিশ আমলে জারি করা ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারাটি ২০১৩ সালে বহাল করেছিল সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ। সেই আদেশই আজ বাতিল করে দিলো সুপ্রিম কোর্ট। ব্রিটিশ আমলে তৈরি এই আইন অনুযায়ী অস্বাভাবিক যৌনতা অপরাধ। 

গত জুলাই মাসে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া, যা দেশটিতে স্বাধীনতা এবং গোপনীয়তার বিতর্ক তৈরি করে। ১৮৬১ সালের আইন অনুযায়ী এই অপরাধে ১০ বছর পর্যন্ত জেল হতে পারত। কিন্তু এখন সংবিধানের ৩৭৭ ধারা অযৌক্তিক, স্বৈরাচারী ও অবোধগম্য উল্লেখ করে সমকামিতাকে বৈধতা দিল দেশটির সুপ্রিম কোর্ট।

সূত্র: এনডিটিভি, বিবিসি 

আরও পড়ুন

error: Content is protected !!