ফিলিস্তিনের শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা দ্য ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সিতে (ইউএনআরডব্লিউএ) সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির খবরে এ তথ্য জানানো হয়েছে।
ইউএনআরডব্লিউএকে ‘অবিশ্বাস্যভাবে ত্রুটিপূর্ণ’ একটি সংস্থা হিসেবে উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিদার নুয়ার্ট বলেন, যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেছে এবং ওই শরণার্থী সংস্থায় আর কোনো সহায়তা না করার সিদ্ধান্ত নিয়েছে।
সাহায্য বন্ধের মার্কিন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদাইনা বলেন, এই সিদ্ধান্ত জনগণের প্রতি ‘হামলার’ শামিল।
‘যুক্তরাষ্ট্রের এখন আর এই অঞ্চলে কোনো ভূমিকা নেই এবং মার্কিন প্রশাসন আর ফিলিস্তিন-ইসরায়েল সমস্যার সমাধানের অংশ নয়। এ ধরনের শাস্তিমূলক পদক্ষেপ কখনোই এই বাস্তবতাকে বদলাতে পারবে না’, বলেন ফিলিস্তিনের প্রেসিডেন্টের মুখপাত্র।
রুদাইনা মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত ‘জাতিসংঘ নীতিমালার লঙ্ঘন’।
আরো পড়ুন
যে ৫ খাবারে পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ে
পুলিশের গুলিতে আহত ওড়িশার মন্ত্রীর মৃত্যু
২ লাখ বাংলাদেশির বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে মালয়েশিয়া