জুন ৫, ২০২৩ ৩:৪৩ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

যুক্তরাষ্ট্রে গভর্নর পদে প্রথম হিজড়া প্রার্থী

যুক্তরাষ্ট্রের ভারমন্ট রাজ্যে গভর্নর পদের জন্য প্রথমবারের মতো মনোনয়ন পেয়েছেন ক্রিস্টিন হলকুইস্ট নামের একজন হিজড়া। খবর বিবিসি

সাবেক এই জ্বালানী কর্মকর্তা ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে মঙ্গলবার মনোনয়ন পেয়েছেন। অবশ্য এজন্য তাকে তিনজনের সঙ্গে লড়াই করতে হয়েছে। যার মধ্যে ১৪ বছর বয়সের এক কিশোরও ছিল।

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি বর্তমান গভর্নর রিপাবলিকান দলের ফিল স্কটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

মূলত নির্বাচনে কংগ্রেসের অন্তত একটি চেম্বার নিয়ন্ত্রণে নিতে ডেমোক্রেটিক পার্টি আশা করছে। আর এজন্য তারা বিভিন্ন ব্যাতীক্রমী পদক্ষেপও নিচ্ছে।

এর আগে মিনেসোটা রাজ্যে এক সোমালীয় রিফিউজি জয়লাভ করেন, একইভাবে কানেকটিকাট রাজ্যে প্রথম কৃষ্ঞাঙ্গ হিসেবে এক শিক্ষককে ডেমোক্রেট প্রার্থী করা হয়।

হলিকুইস্টের মনোনয়নও এমন একটি নির্বাচনী বছরে দেয়া হলো যেবার রেকোর্ড সংখ্যক লেসবিয়ান, গে ও হিজড়া প্রার্থী রয়েছেন। এ বছর গভর্নর ও হাউস অব রিপ্রেসেন্টেটিভসের জন্য রেকোর্ড সংখ্যক নারী প্রার্থীও রয়েছেন।

যুক্তরাষ্ট্রে এ বছর ৪৩ জন হিজড়া মনোনয়নের জন্য বিভিন্ন রাজনৈতিক দফতরে দৌড়ঝাঁপ করেছেন। কিন্তু এদের মধ্যে হলিকুইস্টই প্রথম হিজড়া যিনি ডেমোক্রেটিক পার্টির মতো বড় দল থেকে গভর্নর পদের জন্য মনোনয়ন পেয়েছেন।

আরও পড়ুন

error: Content is protected !!