মার্চ ২৫, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

জাপানের চিবা এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ১। প্রাথমিকভাবে ভূমিকম্প থেকে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় সকাল ৯টা পাঁচ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। চিবার ইসুমি থেকে ১৩ কিলোমিটার দূরে ভূমিকম্পন অনুভূত হয়।

রিং অব ফায়ারে অবস্থিত হওয়ায় জাপানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে এবং আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত হয়। এর আগে চলতি মাসের ৭ তারিখে জাপানের পূর্ব উপকূলে ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

ওই ভূমিকম্পটি ওফুনাতো শহর থেকে ২৪৩ কিলোমিটার পূর্বে আঘাত হেনেছিল। এর গভীরতা ছিল ১২ দশমিক ১ কিলোমিটার।

আরও পড়ুন

error: Content is protected !!