মার্চ ২৫, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসনের পদত্যাগ

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বোরিস জনসন পদত্যাগ করেছেন। বহুল আলোচিত ব্রেক্সিট ইস্যুর জেরে সৃষ্ট রাজনৈতিক সঙ্কটের মধ্যে তিনি পদত্যাগ করলেন।

সোমবার ব্রিটেনের ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ড্যাভিসের পদত্যাগের কয়েকঘণ্টার মধ্যে ব্রিটিশ এই পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার দ্বিতীয় সদস্য হিসেবে পদত্যাগের ঘোষণা দিলেন।

ব্রিটিশ পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে’র বেক্সিট ইস্যুতে নতুন পরিকল্পনা নিয়ে ভাষণ দেয়ার মাত্র আধা ঘণ্টা আগে পদত্যাগ করলেন বোরিস।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জনসনকে তার কাজের জন্য ধন্যবাদ জানিয়ে বলা হয়েছে, শিগগিরই নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।

বিবিসির রাজনৈতিক সম্পাদক লওরা কুয়েনসবার্গ বলেছেন, জনসনের পদত্যাগ ব্রিটিশ প্রধানমন্ত্রীর জন্য বিব্রতকর এবং জ্বলন্ত এক সঙ্কটে কঠিন পরিস্থিতি তৈরি করেছে।

তিনি বলেন, জনসন শুধুমাত্র মন্ত্রিসভার একজন সদস্য ছিলেন না বরং তিনি ২০১৬ সালে ব্রেক্সিট ইস্যুতে গণভোটের প্রচারণার পরিচিত মুখ ছিলেন। জনসনের এই পদত্যাগ দেশটিতে নেতৃত্বে চ্যালেঞ্জ তৈরি করবে।

আরও পড়ুন

error: Content is protected !!