মুক্তি পেলেন আনোয়ার ইব্রাহিম
১ min read
মালয়েশিয়ার প্রভাবশালী নেতা আনোয়ার ইব্রাহিম জেল থেকে ছাড়া পেয়েছেন। তিনি শিগগিরই রাজনীতিতে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
১৬ মে, বুধবার তার সাজা মওকুফ করে দেওয়া হয়, জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন।
কুয়ালালামপুরের চেরাস রিহ্যাবিলিটেশন হসপিটালে চিকিৎসাধীন ছিলেন আনোয়ার ইব্রাহিম। সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার মুক্তির জন্য সুপারিশ করেন। বুধবার আনোয়ার ইব্রাহিমের নামে ক্ষমা ঘোষণা করেন মালয়েশিয়ার রাজা। ক্ষমা ঘোষণার পর তিনি হাসপাতাল থেকে বের হয়ে আসেন উল্লসিত ভক্তদের মাঝে। ‘লং লিভ আনোয়ার’ স্লোগান দেন ভক্তরা।
হাসপাতাল থেকে বের হয়ে ইসতানা নেগারা রয়াল প্যালেসে উপস্থিত হন আনোয়ার ইব্রাহিম। সেখানে মাহাথিরের সঙ্গে দেখা করেন তিনি।
মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিমের মাঝে এই প্রীতি অনেককেই অবাক করেছে। কারণ মাহাথির মোহাম্মদ প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর আনোয়ার ইব্রাহিমকে ২০ বছরের জন্য জেলে পাঠিয়েছিলেন। তিন বছর আগে আবারও জেলে যান আনোয়ার ইব্রাহিম।
আনোয়ার ইব্রাহিমকে শুধু জেল থেকে মুক্ত করাই নয়, তাকে রাজনৈতিক ক্ষমতা দেবারও ব্যবস্থা করছেন মাহাথির। দুই বছর পর প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দিয়ে সে স্থানে আনোয়ার ইব্রাহিমকে বসানোর প্রতিজ্ঞা করেছেন তিনি।