এবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি বিমানবাহী রণতরী পরীক্ষামূলকভাবে সমুদ্রে নামিয়েছে চীন।
চীনের স্থানীয় সময় রবিবার সকাল ৭টায় জাহাজটিকে তীরে ভেড়ানো হয়। এর মাধ্যমে অভ্যন্তরীণ অস্ত্রশিল্পের ক্রমবর্ধমান নৈপুণ্য প্রকাশ করল চীন।
চীনের প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেন, ‘৫০ টন ক্ষমতাসম্পন্ন জাহাজটি ২০২০ সালের মধ্যে সম্পূর্ণভাবে সমুদ্রে কাজ করতে পারবে।’
জাহাজটি সাবেক সোভিয়েত ইউনিয়নের কুজনেৎসভের ক্লাস ডিজাইনের ওপর ভিত্তি করে বানানো হয়েছে।
জাহাজ সংখ্যার দিক দিয়ে চীনের বিশ্বের বৃহত্তর নৌবাহিনী। অবশ্য প্রযুক্তি ও যুদ্ধ ক্ষমতার দিক দিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দীর্ঘদিন সমুদ্রে থাকতে পারবে এমন পারমাণবিক ক্ষমতাসম্পন্ন বিমানবাহী জাহাজ তৈরিরও পরিকল্পনা করছে দেশটি।
আরো পড়ুন
২ লাখ বাংলাদেশির বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে মালয়েশিয়া
চোখ ও দৃষ্টিশক্তি ভালো রাখার সহজ উপায়
বিজ্ঞাপনমুক্ত টুইটার অ্যাকাউন্টের ঘোষণা মাস্কের