পদত্যাগ করলেন পেরুর প্রেসিডেন্ট
১ min read
পদত্যাগ করেছেন পেরুর প্রেসিডেন্ট পেদরো পাবলো কুজেনস্কি। ভোট কেলেঙ্কারির অভিযোগ ওঠার পর পরই পদত্যাগ করলেন তিনি। কোনো ধরনের অপরাধের কথা অস্বীকার করেছেন প্রেসিডেন্ট। তবে দেশের উন্নয়নে বাধা হতে চান না এমন কথা উল্লেখ করেই বুধবার পদত্যাগ করেন তিনি। খবর বিবিসি।
প্রেসিডেন্ট পদত্যাগের ঘোষণা দেয়ার পর কংগ্রেসে তার দলের সদস্যরা এ বিষয়ে অনুমোদন দিয়েছেন। বৃহস্পতিবারই অভিশংসন প্রক্রিয়ার জন্য ভোটের মুখোমুখি হওয়ার কথা ছিল এই প্রেসিডেন্টের।
কুজেনস্কির দলের সদস্যরা অভিশংসনের ভোটে তাকে সমর্থন দেওয়ার জন্য বিরোধীদলীয় রাজনীতিকদের অর্থ দেওয়ার প্রস্তাব করছেন এমন ফুটেজ প্রকাশ পাওয়ার পর থেকেই কুজেনস্কির ওপর পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করা হয়।
এর আগে গত বছরের ডিসেম্বরে আরও একটি পৃথক অভিশংসন ভোট থেকে রেহাই পেয়েছিলেন ৭৯ বছর বয়সী এই প্রেসিডেন্ট। ব্রাজিলের বৃহত্তম নির্মাণ প্রতিষ্ঠান ওদেব্রেচের কাছ থেকে অবৈধ অর্থ নেওয়ার অভিযোগে বিরোধীরা কুজেনস্কিকে ক্ষমতা থেকে সরাতে চাইছিল। কিন্তু কোনো ভাবেই ক্ষমতা ছাড়ছিলেন না কুজেনস্কি।