বিশ্বের দামি পাসপোর্টগুলোর তালিকায় ব্রিটিশদেরটা পেছনে থাকলেও মার্চের শেষের দিক থেকে তা নিতে হলে নাগরিকদের গুণতে হবে বেশি অর্থ।
নতুন মূল্য অনুযায়ী, নিয়মিত পাসপোর্ট করতে হলে প্রাপ্তবয়স্ক একজন ব্রিটিশ নাগরিককে দিতে হবে ৮৫ পাউন্ড। আর পাসপোর্ট জরুরি ভিত্তিতে করাতে চাইলে দিতে হবে ১৭৭ পাউন্ড।
অনলাইনে পাসপোর্ট পাওয়ার আবেদনের খরচ ৭২.৫০ পাউন্ড থেকে বেড়ে হতে যাচ্ছে ৭৫.৫০ পাউন্ড। আর সরাসরি পাসপোর্ট আবেদনের খরচ হবে ৮৫ পাউন্ড। শিশুদের ক্ষেত্রে এই ভ্রমণ অনুমোদনের জন্য অনলাইনে খরচ ৪৬.৫০ থেকে বেড়ে হচ্ছে ৫৮.৫০ পাউন্ড। আর সরাসরি আবেদনপত্র জমা দিলে তা হবে ৪৯ পাউন্ড।
তবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এই ৮৫ পাউন্ডের খরচটা বিশ্ব দরবারে মলিনই থেকে গেল। সাশ্রয়ী পাসপোর্ট হিসেবেই গণ্য হবে ব্রিটিশ পাসপোর্ট।
এদিকে অস্ট্রেলিয়ার পাসপোর্ট খরচ ১ জানুয়ারিতে ২৭৭ থেকে বেড়ে হয়েছে ২৮২ ডলার। আর এর মধ্য দিয়েই অস্ট্রেলিয়ান পাসপোর্ট এখন বিশ্বের সবচেয়ে দামি পাসপোর্ট। ১৮২.৮৯ ব্রিটিশ পাইন্ড মূল্যমান নিয়ে তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে তুরস্ক। তৃতীয় অবস্থানে আছে সুইজারল্যান্ড। নতুন একটি পাসপোর্ট করাতে একজন সুইস নাগরিককে গুণতে হয় ১০২ পাউন্ড।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট এখন জার্মানির। ১৭৬টি দেশে বিনা ভিসায় যাওয়া যায় এই পাসপোর্ট দেখিয়ে। অথচ অস্ট্রেলিয়া সেখানে তালিকায় ২৩ নম্বরে। ১৭০টি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার পাবেন একজন অস্ট্রেলিয়ান পাসপোর্টধারী।
আরো পড়ুন
ফের তুরস্কের মসনদে এরদোয়ান
সৃজিতের সঙ্গে বিচ্ছেদের খবর; মুখ খুললেন মিথিলা
প্রথম মুসলিম স্পিকার পেল কর্ণাটক বিধানসভা