সিরিয়ায় আবারো বিমান হামলা, নিহত ৪৭
১ min read
সিরিয়ার রাজধানীর কাছে পূর্বাঞ্চলীয় ঘৌটা শহরে কয়েক দফা হামলায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়া এবং রুশ বাহিনীর বিমান থেকে এসব হামলা চালানো হয়েছে। খবর আল জাজিরা।
গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হামলার ঘটনায় এ পর্যন্ত ৭৮ জন নিহত হয়েছে। দামেস্ক শহরের কাছে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় এসব হামলা চালানো হয়।
বেসামরিক প্রতিরক্ষা সেবার প্রধান সিরাজ মাহমুদ রয়টার্সকে বলেন, এখানে আর কোনো নিরাপদ জায়গা নেই। এখন আমাদের লোকজন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ছে। তাদের ওপর ক্রমাগত হামলা চালানো হচ্ছে।
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, একদিনের হামলায় সর্বোচ্চ মৃত্যুর ঘটনা ঘটেছে। গত ছয় সপ্তাহ ধরেই বিভিন্ন এলাকায় হামলা চালানো হচ্ছে। এসব হামলায় ৩৩৫ জনের বেশি মানুষ নিহত হয়েছে। হামলাগুলোতে ১৯৭ জন আহত হয়েছে। এদের অনেকের অব