মার্চ ২৪, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

আমরাই বাংলাদেশকে বিচ্ছিন্ন হতে বাধ্য করেছি: নওয়াজ শরিফ

‘রাষ্ট্র কর্তৃক আমাকে আলাদা করে ফেলা আর ১৯৭১ সালে পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশের স্বাধীন হওয়ার পটভূমির মিল রয়েছে এবং বাংলাদেশকে বিচ্ছিন্ন হতে বাধ্য করেছি আমরাই।’ ৯ জানুয়ারি মঙ্গলবার ইসলামাবাদের পাঞ্জাব হাউসে আইনজীবীদের সমাবেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ একথা বলেন।

১৯৭১ সালের পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘রাষ্ট্রের নির্বাচিত জনপ্রিয় এক নেতাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব হস্তান্তর করা থেকে বিরত থাকার কারণেই ভয়াবহ পরিণতি ডেকে এনেছিল।’

এর আগেও ১৯৭১ সালের দেশ বিভাজন নিয়ে নওয়াজ শরিফ কথা বলেছিলেন। পানামা পেপারস কেলেঙ্কারির জেরে গত বছর পাকিস্তানের সুপ্রিম কোর্ট এ প্রধানমন্ত্রীকে ক্ষমতায় থাকার অযোগ্য ঘোষণা করে রায় দেয়।

পাকিস্তান থেকে বাংলাদেশের বিচ্ছিন্ন হওয়ার ব্যাপারে তিনবারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ বলেন, ‘পাকিস্তান তৈরির পেছনে বাঙালিরা প্রধান ভূমিকা পালন করেছিল। কিন্তু আমরা তাদের সঙ্গে ভালো আচরণ করিনি এবং তাদেরকে আলাদা করে দিয়েছি।’

দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘বাংলাদেশ সৃষ্টির ব্যাপারে বিস্তারিত বিশ্লেষণের পর বিচারপতি হামিদুর রহমান কমিশন একটি অত্যন্ত বস্তুনিষ্ঠ এবং পরিষ্কার প্রতিবেদন প্রকাশ করেছিল; কিন্তু আমরা সেই প্রতিবেদনটিও পড়ে দেখিনি।’

‘আমরা কি এটা নিয়ে কাজ করেছিলাম? আজকের পাকিস্তান ভিন্ন ধরনের হতে পারতো। যে ধরনের গেম খেলা হয়েছে; তা সঠিকভাবে খেলা হয়নি।’

সূত্র : ডন।

আরও পড়ুন

error: Content is protected !!