সিঙ্গাপুরে শীর্ষ ধনীদের তালিকায় বাংলাদেশের আজিজ খান
১ min read
সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় ৩৪তম অবস্থানে উঠে এসেছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিন ২০১৮ সালের শীর্ষ ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে।
ফোর্বসের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়, সিঙ্গাপুরে স্থায়ী বাসিন্দা আজিজ খানের এই বছরের ২৫ জুলাই পর্যন্ত সম্পদের পরিমাণ হলো ৯১০ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৬৭৩ কোটি টাকার সমান।
সামিট করপোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে, এ ব্যাপারে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আজিজ খান বলেন, ‘তালিকায় আসতে পেরে আমি অত্যন্ত সন্তুষ্ট ও খুশি হয়েছি।’
দীর্ঘদিন ধরে আজিজ খান বাংলাদেশে বিদ্যুৎ শিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। বিদ্যুৎ, বন্দর, ফাইবার অপটিকস, রিয়েল এস্টেট, এলএনজিসহ বিভিন্ন সেক্টরে সামিট গ্রুপের ২০টিরও বেশি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।