বাংলায় ঈদ শুভেচ্ছা জানালেন মার্কিন রাষ্ট্রদূত
১ min read
‘ঘুরে ফিরে বারে বারে, ঈদ আসে ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়। ভালোবাসতে শেখায়। সবাইকে ঈদ মোবারক’, শাড়ি পরে বাংলা ভাষায় এভাবেই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।
২২ আগস্ট, বুধবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে রাষ্ট্রদূতের বাংলায় দেওয়া এ শুভেচ্ছাবার্তার ভিডিওটি আপলোড করা হয়।
বাংলাদেশের নানা সাংস্কৃতিক ও ধর্মীয় উৎসব-অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত শাড়ি পরে শুভেচ্ছা জানান। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাংলাদেশের মানুষকে এবারও বাংলা ভাষাতেই ঈদের শুভেচ্ছা জানান তিনি।
রাষ্ট্রদূত হিসেবে এটি বাংলাদেশে তার শেষ ঈদ, ভিডিওবার্তায় সেটিও উল্লেখ করতে ভোলেননি মার্শা বার্নিকাট।
ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বলেন, ‘আমার বিদায়ের আগে শেষবারের মতো সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।’
ভিডিওর শেষে আবার বাংলায় বলেন, ‘সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক।’