বাজারে অ্যাপলের আইম্যাক প্রো
১ min read
চলতি বছরের জুনে মার্কিন টেক জায়ান্ট অ্যাপল তাদের সবচেয়ে শক্তিশালী ডেস্কটপ পিসি আইম্যাক প্রো এর ঘোষণা দিয়েছিল। উন্মুক্তের সময় অ্যাপল হার্ডওয়্যার প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট জন টেরনাস জানিয়েছিলেন, ‘এটি আমাদের এখন পর্যন্ত সবচেয়ে দ্রুত ও শক্তিশালী ম্যাক।’
কম্পিউটারটির শুরুর দাম ৪,৯৯৯ মার্কিন ডলার। ‘স্পেস গ্রে’ রঙের এই কম্পিউটারে আছে উন্নত পারফরম্যান্সের ইনটেল জিওন প্রসেসর আর উচ্চ ক্ষমতাসম্পন্ন এএমডি গ্রাফিক্স কার্ড। ৫১২০-বাই-২৮৮০ পিক্সেল রেজুলিউশনের ২৭ ইঞ্চি ‘রেটিনা’ ডিসপ্লে আছে শক্তিশালী এই পিসিতে। ব্যবহারকারীরা আইম্যাক প্রোতে ১২৮ জিবি পর্যন্ত র্যাম বাড়িয়ে নিতে পারবেন সাথে স্টোরেজ ৪ টেরাবাইট আর ১৮ কোরের ইনটেল জিওন প্রসেসরও যোগ করতে পারবেন। তবে এক্ষেত্রে দাম মূল দামের সাথে আরও কিছু যোগ হবে।
এতে চারটি ইউএসবি পোর্ট, চারটি ‘থান্ডারবোল্ট ৩’ ইউএসবি-সি পোর্ট আর একটি ওয়্যারড ইথারনেট পোর্ট যুক্ত কড়া হয়েছে পিসির পেছনের দিকে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, অডিও ও ভিজুয়াল নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কম্পিউটারটি খুব ভালো অভিজ্ঞতা দিবে।
সূত্র: বিজনেস ইনসাইডার