মে ৭, ২০২৪ ২:৩৬ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

স্মার্ট স্পিকার আনছে স্যামসাং

১ min read

এবার কম দামে স্যামসাং তাদের ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিক্সবির মাধ্যমে চালিত স্মার্ট স্পিকার বাজারে আনতে যাচ্ছে। তবে নতুন এ গ্যালাক্সি হোম স্মার্ট স্পিকারে ঠিক কোন ধরনের ফিচার থাকছে তা জানা যায়নি।

গত বছরের আগস্ট মাসে স্যামসাং জানিয়েছিল, এই স্মার্ট স্পিকারে মূল গ্যালাক্সি হোমের থেকে কম ফিচার থাকবে। দ্য ভার্জের খবরে এমনটি বলা হয়েছিল।

অ্যাপল হোমপডের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে এমন করে তৈরি করা হয়েছে প্রিমিয়াম গ্যালাক্সি হোম। যার দাম নির্ধারণ করা হয়েছে ৩৪৯ ডলার আর মিনি স্মার্ট স্পিকারটি দাম ধরা হয়েছে ২০০ ডলার। এটি যা গুগল হোম ও অ্যামাজনের ইকোর সঙ্গে বাজারে প্রতিযোগিতা করতে পারবে।

প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, মিনি বিক্সবি স্পিকারে মূল গ্যালাক্সি হোমের তুলনায় কম মাইক্রোফোন থাকতে পারে। এছাড়া প্রিমিয়াম গ্যালাক্সি হোমটি গ্যালাক্সি নোট নাইন উন্মোচনের সময় যুক্তরাষ্ট্রে প্রদর্শিত হতে পারে বলেও জানানো হয়। যেটিতে থাকবে আটটি মাইক্রোফোন।
-হিন্দুস্তান টাইমস

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!