বাংলাদেশের বাজারে সুজুকির ক্রুজার বাইক
১ min read
বাংলাদেশের বাজারে আসছে সুজুকির ক্রুজার বাইক ইনট্রুডার। এপ্রিল মাসেই বাইকটি বাংলাদেশের বাজারে বিক্রির ঘোষণা দেবে র্যানকন মোটরসবাইক লিমিটেড। তবে এর দরদাম এখনো ঠিক করা হয়নি।
সুজুকির ইনট্রুডার ১৫৫ সিসির ক্রুজার বাইক। এতে রয়েছে ১৪.৫ বিএইচপি এবং ১৪ এনএম টর্ক। ৫ স্পিড গিয়ার বক্সের বাইকটির ওজন ১৪৮ কেজি। মাসকুলার ফুয়েল ট্যাংকে জ্বালানির ধারণ ক্ষমতা ১১ লিটার।
ইনট্রুডারের হেডলাইট ডিজাইন করা হয়েছে ইনট্রুডার এম১৮০০ মডেল থেকে। এতে এলইডি প্রজেক্টশন হেডলাইট ব্যবহার করা হয়েছে। জিক্সারের মতই ইনট্রুডারে স্পিডোমিটার সংযোজন করা হয়েছে। এর টেইল লাইট সম্পূর্ণ এলইডির। কিন্তু ইন্ডিকের লাইটগুলোর সাধারণ বাতির মতই।
এই বাইকটির ডান পাশে দুইটি এক্সহস্ট পাইপ সংযোজন করা হয়েছে। এতে স্পোর্টি লুক রয়েছে। এর হাফ চেইন কভার এবং ফুয়েল ট্যাংকের সুদৃশ্য ডিজাইন একে অনন্যতা দিয়েছে। ডুয়েল ডিস্ক ব্রেক সমৃদ্ধ বাইকটিতে এবিএস সংযোজন করা হয়েছে। এর চাকা দুটি অ্যালয় রিমের।
বাইকটির উভয় চাকায় টিউবলেস টায়ার আছে। বাইকটিতে কিক স্টার্টার নেই। শুধু সেলফ স্টাটার রয়েছে।