কিউব আকৃতির স্মার্ট স্পিকার উন্মোচন করেছে প্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান হুয়াওয়ে। ‘এআই কিউব’ নামের এই স্পিকার ইন্টারনেট রাউটার হিসেবেও কাজ করবে। সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, এআই কিউবের মাধ্যমে স্মার্ট স্পিকারের দুনিয়ায় এই প্রথম প্রবেশ করল চীন। জার্মানির বার্লিনে আইএফএ কনজ্যুমার ইলেকট্রনিক্সের এক অনুষ্ঠানে এই ডিভাইসটি উন্মোচন করা হয়। ডিভাইসটি অ্যামাজনের অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাহায্য নিয়ে স্মার্ট স্পিকারের কাজ করে থাকে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এই ডিভাইসটি দেখতে অনেকটা গুগল হোমের মতো। কিন্তু গুগল হোম শুধু স্মার্ট স্পিকারের কাজ করতে সক্ষম। আর হুয়াওয়ের ডিভাইসটি স্মার্ট স্পিকারের পাশাপাশি ইন্টারনেট রাউটার হিসেবে কাজ করতে সক্ষম।
ডিভাইসটি ইউরোপের দেশগুলোতে প্রথমে পাওয়া যাবে। এরপর অন্যান্য দেশে মিলবে এটি। নতুন ডিভাইসটির মূল্য এখনো জানায়নি হুয়াওয়ে।
আরো পড়ুন
সৃজিতের সঙ্গে বিচ্ছেদের খবর; মুখ খুললেন মিথিলা
এডিট করুন হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ
এইচএসসি পাসে বিআরটিসিতে চাকরির সুযোগ