সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের ওয়াচ ভিডিও সেবা যুক্তরাষ্ট্রে উন্মুক্তের এক বছর পরে বিশ্বব্যাপী চালু করা হয়েছে। এই সেবায় ব্যবহারকারীরা ভিডিও শোগুলো নিজের ইচ্ছামতো নির্বাচন করে দেখতে পারবেন।
এ ছাড়াও নিউজ ফিড থেকে ভিডিও ক্লিপ সেভ করেও নিতে পারবে। প্রতিষ্ঠিত ব্যান্ড থেকে শুরু করে নতুনদের ভিডিও দেখা যাবে এখানে।
এই মুহূর্তে শুধু নির্বাচিত কিছু পাবলিশাররা ভিডিও কনটেন্ট তৈরির সুযোগ পাবে। তবে ভবিষ্যতে সকল কনটেন্ট ক্রিয়েটরদের ভিডিও তৈরির সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে ফেসবুকের।
বিবিসির খবরে বলা হয়, এই প্ল্যাটফর্মের আয় থেকে ৪৫ শতাংশ পাবে ফেসবুক এবং কনটেন্ট ক্রিয়েটর পাবেন ৫৫ শতাংশ।
ফেসবুক ওয়াচকে মূলত ইউটিউবের প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে এই সেবা গুগলের ইউটিউবের পাশাপাশি নেটফ্লিক্স, অ্যামাজন ভিডিওর সঙ্গে প্রতিযোগিতা করবে।
এক বছর আগে যুক্তরাষ্ট্রে চালু হওয়া এই ভিডিও সেবা তেমন জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। এমনকি এখনও পর্যন্ত এই সেবার নামও শোনেনি অনেকে।
ডিফিউশন গ্রুপের চালানো এক জরিপে ১ হাজার ৬৩২ জন প্রাপ্ত বয়স্ককে ওয়াচ ভিডিও সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। দেখা গেছে, জরিপের অংশগ্রহণকারীদের মধ্যে ৫০ শতাংশ ওয়াচের নাম কখনও শোনেনি।
আরো পড়ুন
সৃজিতের সঙ্গে বিচ্ছেদের খবর; মুখ খুললেন মিথিলা
এডিট করুন হোয়াটসঅ্যাপে পাঠানো মেসেজ
এইচএসসি পাসে বিআরটিসিতে চাকরির সুযোগ