হোয়াটসঅ্যাপে নিরাপত্তা ত্রুটি
১ min read
হোয়াটসঅ্যাপে ত্রুটি খুঁজে পেয়েছে একদল গবেষক। এই ত্রুটিতে হ্যাকাররা হোয়াটসঅ্যাপ গ্রাহকের খুব কাছের পরিবার ও বন্ধুদের কাছে পাঠানো মেসেজের মাধ্যমে ভুয়া খবর ছড়াতে পারে।
সম্প্রতি ইসরায়েলভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান চেকপয়েন্টের গবেষকরা এই ত্রুটি খুঁজে পেয়েছেন। গবেষকরা বলছেন, হোয়াটসঅ্যাপের এই নিরাপত্তা ত্রুটি থাকায় অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত কিংবা গ্রুপ আলাপচারিতায় হস্তক্ষেপের সুযোগ নিয়ে হ্যাকাররা ভুয়া সংবাদ তৈরি করে তা ছড়িয়ে দিতে পারে।
হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি তারা গভীরভাবে পর্যালোচনা করে দেখছে।