মার্চ ২৭, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

চলতি বছরের অর্ধেক স্মার্টফোনেই কৃত্রিম বুদ্ধিমত্তা

বিশ্বব্যাপী চলতি বছর স্মার্টফোন বাজারে যত সংখ্যক স্মার্টফোন বিক্রি হবে, তার অর্ধেকে কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী প্রযুক্তি থাকবে। ২৯ জুলাই, রবিবার বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে।  স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের তথ্য মতে, চলতি বছর বিক্রি হওয়া স্মার্টফোনের ৪৭ দশমিক ৭ শতাংশে কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী প্রযুক্তি থাকবে। যা গত বছরের চেয়ে ৩৬ দশমিক ৬ শতাংশ বেশি।

ডিভাইস নির্মাতারা এখন স্মার্টফোনের এআই প্রযুক্তি উন্নত করতে জোর দিচ্ছে। স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৩ সাল নাগাদ বিশ্ব বাজারে বিক্রি হওয়া ৮৯ দশমিক ৯ শতাংশ হ্যান্ডসেটে বিল্টইন কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী ফিচার থাকবে।

গুগল অ্যাসিস্ট্যান্ট কৃত্রিম বুদ্ধিমত্তা সহকারী বাজারের ৪৬ দশমিক ৭ শতাংশ দখলে নিয়ে শীর্ষে রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

সূত্র: ইকোনমিক টাইমস

আরও পড়ুন

error: Content is protected !!