স্মার্টফোন নির্মাতা শাওমি তাদের রেডমি লাইনআপের পরবর্তী স্মার্টফোন রেডমি ৬ প্রো উন্মুক্ত করবে ২৫ জুন। ইতোমধ্যে এই স্মার্টফোনটির ছবি শাওমি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে।
শাওমির এই আসন্ন রেডমি ৬ প্রো স্মার্টফোনটিতে প্রথমবারের মতো থাকবে আইফোন টেনের মতো নচ বা ডিসপ্লে কাটআউট এবং সঙ্গে থাকবে ডুয়াল রিয়ার ক্যামেরা।
এই ধরনের ফিচার পূর্বে রেডমি নোট সিরিজের স্মার্টফোনে থাকলেও রেডমি সিরিজের কোনো ফোনে ছিল না।
এ ছাড়া শাওমি রেডমি ৬ প্রো স্মার্টফোনটিতে থাকছে ৫.৮৪ ইঞ্চি-এর ১৯:৯ ফুল এইচ ডি প্লাস এলসিডি ডিসপ্লে যেখানে ডিসপ্লের ওপরে থাকছে নচ।
রিয়ারে থাকছে দুটি ক্যামেরা যার প্রাইমারি ক্যামেরাটি ১২ মেগাপিক্সেল এবং সেকেন্ডারি ক্যামেরাটি ৫ মেগাপিক্সেলের সেন্সর। প্রসেসর হিসেবে থাকছে শাওমির চিরচেনা এবং সব থেকে বেশি ব্যবহার করা চিপসেট স্ন্যাপড্রাগন ৬২৫।
ফোনটি পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে যার একটি ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের এবং আরেকটি ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে সর্বশেষ অ্যান্ড্রয়েড ৮.১ অরিও এবং সম্পূর্ণ সিস্টেমটিকে ব্যাকআপ করার জন্য থাকছে ৪০০০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি।
স্মার্টফোনটির দাম কত হবে তা এখনো সঠিকভাবে জানা যায়নি।
আরো পড়ুন
সশস্ত্র গোষ্ঠীতে যোগ দিচ্ছেন মিয়ানমারের সৈন্যরা
আরব আমিরাতে ফার্নিচার কারখানায় আগুন, ৩ বাংলাদেশির মৃত্যু
সমালোচনা করায় এবার সংগীত শিল্পীকে গ্রেপ্তার করলো মিয়ানমার জান্তা