দারাজকে কিনে নিলো আলিবাবা
১ min read
জার্মানভিত্তিক রকেট ইন্টারনেটের ই-কমার্স প্রতিষ্ঠান দারাজকে কিনেছে চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা।
৮ মে বুধবার দারাজ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বলা হয়, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার ও নেপালের ই-কমার্স কোম্পানি দারাজ গ্রুপকে ক্রয় করেছে বিখ্যাত চাইনিজ ই-কমার্স কোম্পানি আলিবাবা।
আলিবাবা কত টাকায় দারাজ গ্রুপকে কিনে নিয়েছে–এ বিষয়ে কিছু জানানো হয়নি। তবে বিজ্ঞপ্তিতে বলা হয়, আলিবাবা ইকো সিস্টেমের অন্তর্ভুক্ত হলেও দারাজের ব্র্যান্ড নামে কোনো পরিবর্তন আসবে না।
আলিবাবা গ্রুপের সঙ্গে চুক্তির বিষয়ে দারাজের কো-সিইও বিয়ার্কে মিক্কেলসেন বলেন, ‘এই চুক্তির ফলে আলিবাবা পরিবারে জায়গা করে নিলো দারাজ। যেকোনো জায়গায় ব্যবসাকে সহজ করে তোলা–এই কাজটি আমরা সফলভাবে করতে পেরে গর্বিত। কঠোর পরিশ্রম ও নিবেদিত প্রাণে আমরা এই মার্কেটে ই-কমার্স যাত্রা শুরু করেছি। কিন্তু এখন পর্যন্ত এর বিপুল সম্ভাবনার মাত্র ছোট্ট একটি অংশকে ছুঁতে পেরেছি আমরা।’