মার্চ ২৩, ২০২৩ ১১:২৩ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

সরকারি তথ্য জানতে ৩৩৩

এখন থেকে ৩৩৩ নম্বরে ফোন করে সরকারি বিভিন্ন তথ্য সেবা, কর্মকর্তাদের তথ্য, বিভিন্ন সামাজিক সমস্যার প্রতিকার এবং পর্যটন ও জেলা সম্পর্কিত যেকোনো তথ্য জানা যাবে।

‘সরকারি তথ্য ও সেবা সব সময়’ স্লোগানে যাত্রা শুরু করা এই উদ্যোগে দেশের নাগরিকেরা ৩৩৩ এবং প্রবাসীরা ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে ফোন করে সেবা পাবেন।

প্রাথমিকভাবে ৬৪টি জেলায় এটুআই এর উদ্যোগে এই কল সেন্টার পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল। যার মাধ্যমে ২০১৮ সালের মার্চ পর্যন্ত প্রায় ৬ লাখের বেশি নাগরিককে বিভিন্ন ধরনের তথ্য সেবা দেয়া হয়েছে।

সম্প্রতি ৩৩৩ সেবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ।

www.facebook.com

এক নজরে ৩৩৩ কল সেন্টার
নাম : ৩৩৩২
শর্ট কোড : 333 (যে কোন মোবাইল হতে)
লং কোড : 09666789333 ( টেলিফোন ও বিদেশ হতে)
কল চার্জ : ৬০ পয়সা / মিনিট
অপারেশন : ২৪ ঘণ্টা

আরও পড়ুন

error: Content is protected !!