আকর্ষণীয় রঙে আইফোন ৭
১ min read
অ্যাপল নতুন আইফোন ৭ রিলিজ করে ২০১৭ সালের মার্চে। আইফোন ৭ কয়েকটি আকর্ষণীয় রঙে (জেট ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক) বাজারে আনে অ্যাপল। অবশ্য এর প্রায় ছয় মাস পরে অ্যাপল তৈরি করে লাল রঙের আইফোন ৭ এবং বিশেষ সংস্করণ হিসেবে বাজারে আনে। কর্তৃপক্ষের ভাষ্য, যারা এই লাল রঙের আইফোন কিনবে, তাদের টাকার কিছু অংশ অ্যাপল খরচ করবে এইডস আক্রান্ত রোগীদের সেবার উদ্দেশ্যে।
একই উদ্দেশ্যে এ বছরও অ্যাপল বের করতে চলেছে লাল রঙের বিশেষ সংস্করণের আইফোন ৮। অবশ্য গত বছরের মতো এ বছরও আইফোন ৮ এবং ৮ প্লাসের লাল সংস্করণ খুব কম সংখ্যক ইউনিটই তৈরি করবে অ্যাপল। তাই এই আইফোনটি চাইলেই কিনতে পারবেন না সবাই।
আগামী ১০ এপ্রিল থেকে অ্যাপল নতুন এই ফোনের জন্য প্রিঅর্ডার নেবে। লাল সংস্করণে ৬৪ গিগাবাইট রমের আইফোন ৮ পাওয়া যাবে ৬৯৯ ডলারে ও ৬৪ গিগাবাইট রমের আইফোন ৮ প্লাসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৯৯ ডলার।