পেজ মালিকদের পরিচয় যাচাই করবে ফেসবুক
১ min read
সোশ্যাল মিডিয়া ফেসবুক বর্তমানে সক্রিয় ও জনপ্রিয় সকল পেজের মালিকের পরিচয় যাচাই করবে।
ফেসবুকের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, এখন থেকে অধিক ফলোয়ার রয়েছে এমন পেজগুলো নিরীক্ষণ করা হবে। পেজের মালিকের পরিচয় যাচাই করে নেওয়া হবে। আর পরিচয় নিশ্চিত করা না গেলে ওই পেজের পোস্ট শেয়ার করার সুবিধা বন্ধ করে দেওয়া হবে।
ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানিয়েছেন, নির্বাচনী প্রচারণায় বিজ্ঞাপনের একটি নীতিমালা চান তিনি। এজন্য প্রতিষ্ঠানটিকে বিজ্ঞাপনের ওই সূত্রের আরও তথ্য সংগ্রহ করার প্রয়োজন হতে পারে।
তিনি আরও জানিয়েছেন, নির্বাচনী হস্তক্ষেপ অন্যান্য যেকোনো সমস্যার চেয়ে বড় একটি সমস্যা।
অনেকেই পরিচয় লুকিয়ে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে পেজ পরিচালনা করে। আর এ ধরনের ভুয়া ব্যবহারকারীর প্রচারনা ঠেকাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।