জুন ৫, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরার ফোন আনছে অপো

২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরার স্মার্টফোন নিয়ে আসছে অপো। যার পেছনে থাকবে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

অপো এফ৭ নামের এই স্মার্টফোনে রয়েছে হাই ডায়নামিক রেঞ্জ (এইচডিআর)-এর ২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, আর্টিফিসিয়্যাল ইন্টেলিজেন্স বিউটি প্রযুক্তি ২.০, কভার শট এবং অগমেন্টেড রিয়্যালিটি (এআর) স্টিকার।

২৫ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরার পাশাপাশি অপো এফ৭ হ্যান্ডসেটে রয়েছে ইন-বিল্ট সেন্সর এইচডিআর ফিচার।

এপ্রিল মাসের শেষ সপ্তাহে এটি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে।

দুই সিমের ফোনটিতে অ্যান্ড্রয়েড ওরিওভিত্তিক কালার ওএস ৫.০ ওএস, ৬ দশমিক ২৩ ইঞ্চ ফুল এইচডি প্লাস স্ক্রিন, ৬৪ বিট মিডিয়াটেক হেলিও পি৬০ অক্টাকোর প্রসেসর রয়েছে। ৪ জিবি ও ৬ জিবি সংস্করণের দুটি মডেলে আসবে ফোনটি। যার ব্যাটারি হবে ৩ হাজার ৪০০ মিলিঅ্যাম্পিয়ারের।

আরও পড়ুন

error: Content is protected !!