মার্চ ২৬, ২০২৩ ১২:১৮ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

বিপিও সামিট শুরু হচ্ছে ১৫ এপ্রিল

তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০১৮’। ১৫ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে শুরু হবে এ সামিট। দুই দিনব্যাপী এ আয়োজন শেষ হবে ১৬ এপ্রিল। প্রধান অতিথি হিসেবে বিপিও সামিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তথ্য ও যোগযোগ প্রযুক্তি অধিদফতর বিপিও সামিটকে সফল করতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) সেমিনার হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের (অতিরিক্ত সচিব) মহাপরিচালক এ কে এম খায়রুল আলম এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিংয়ের (বাক্য) সভাপতি ওয়াহিদ শরীফ চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সচিব সুবীর কিশোর চৌধুরী ও বিপিও সামিটের প্রজেক্ট সমন্বয়ক শারমিন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

error: Content is protected !!