দক্ষিণ-পূর্ব এশিয়ার ৮ দেশে বন্ধ হচ্ছে উবার
১ min read
অ্যাপভিত্তিক যাত্রীসেবা পরিবহন ‘উবার’ বাংলাদেশে রাতারাতিই জনপ্রিয় হয়ে উঠেছে। অপরদিকে এশিয়ার বেশকয়েকটি দেশে ব্যবসা লাভজনক না হওয়ায় বন্ধ হয়ে যাচ্ছে এই যাত্রীসেবা।
দশ বছরের মাথায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে এই প্রতিষ্ঠানকে।
গত নভেম্বরে উবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, এশিয়ায় তাদের প্রতিষ্ঠানটি লোকসানের মুখে পড়েছে। তাই এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার ৮টি দেশে ব্যবসা বন্ধ করে দিচ্ছে তারা। তবে উবার তাদের ব্যবসা সিঙ্গাপুরের একটি অ্যাপভিত্তিক ক্যাব সংস্থা ‘গ্রাব’র কাছে বিক্রি করবে।
যেসব দেশে উবার বন্ধ হতে চলেছে সেগুলো হলো সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, কম্বোডিয়ায় উবারের পরিবর্তে গ্রাব নামে চলবে সেবাটি। কারণ গ্রাবের ২৭ শতাংশের মালিকানা উবারের কাছে থাকবে। হয়তো উবার এই হস্তান্তরকে কৌশলগতভাবে পার্টনারশিপ হিসেবে দেখছে।