জুন ৫, ২০২৩ ৩:০৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

বিভিন্ন দেশের বিশেষ দিনের জন্য হোমপেইজে আলাদা ডুডল দিয়ে থাকে গুগল। বাংলাদেশের ৪৮তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যেও একটি বিশেষ ডুডল বানিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই সার্চ ইঞ্জিন।

ডুডলে দেখা যাচ্ছে- সূর্য আকৃতির অর্ধচন্দ্রের বৃত্তের বর্ডারে লাল সবুজ রঙ, তার মাঝে ভোরের আলোর নীল আভা। ঠিক সম্মুখে সোনালী রঙের খুটিতে ঝুলানো বাংলাদেশের উড়ন্ত লাল-সবুজ প্রতাকা। আর তার পাদদেশের সবুজ বক্সে সাদা রঙে লেখা গুগল।

২৫ মার্চ, রোরবার দিবাগত রাত ১২টার পর থেকে সার্চ ইঞ্জিনটি এটি চালু করেছে।

২০১৩ সালে বাংলাদেশের ৪৩তম স্বাধীনতা দিবসে গুগল বাংলাদেশের জন্য প্রথম ডুডল তৈরি করে।

আরও পড়ুন

error: Content is protected !!