উন্নত দেশেও ফেসবুক লাইট অ্যাপ
১ min read
সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক উন্নয়নশীল দেশগুলোর জন্য উনুক্ত করে ছিল ফেসবুক লাইট অ্যাপ। এই অ্যাপ দিয়ে কম গতির ইন্টারনেটেও ফেসবুক সহজে চালানো যায়।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়, ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে এই লাইট অ্যাপ যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশে উন্মুক্ত করতে যাচ্ছে।
ইতোমধ্যে এই ফেসবুক লাইট বিশ্বের ১০০টি দেশে চালু রয়েছে। ২০১৫ সালে ধীরগতির ইন্টারনেট ও উন্নয়নশীল বাজারকে উদ্দেশ্য করে এই অ্যাপ ডিজাইন করা হয়েছিল।
ফেসবুক জানিয়েছে, তারা দেখেছে অনেক উন্নত দেশেও কিছু ব্যবহারকারি ধীর গতির ইন্টারনেটের মধ্যে রয়েছে। আর এ কারণেই এসব দেশেও লাইট অ্যাপ উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেসবুক লাইট অ্যাপ ২জি মোবাইল সংযোগে চালানো যায় এবং এই অ্যাপের ফাইলের আকার ১ মেগাবাইট। এই অ্যাপটি ৫০টি ভাষা সমর্থন করে।